Vikrant Massey retires:অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন বিক্রান্ত মাসী! হ্যাঁ,ঠিক এমন খবরেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। আগামী বছরের জন্য দুটি ছবিতে কাজ করেই কার্যত অভিনয় থেকে অবসর নেবেন তিনি। তেমনটাই তিনি জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।
খুব কম সময়েই অভিনয়ের দক্ষতায় নিজের জাত চিনিয়েছেন বিক্রান্ত। বিশেষ করে টুয়েলথ ফেল, সেকশন ৩৬ ছবি গুলিতে তার অসাধারণ অভিনয় দর্শকদের নজর কেড়েছে। আচমকাই এই সিদ্ধান্তের দিকে পা কেন বাড়ালেন তিনি? তার মতে,”পরিবার কে আমি সময় দিতে চাই।” তিনি আরও জানান,”২০২৫ আপনাদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হবে। আপনাদের সকলকে সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।”

বিক্রান্তের পোস্ট।
২০২৫ সালে মুক্তি পাচ্ছে আঁখ কি গুস্তাখিয়ান। মূলত রাস্কিন বন্ডের “The eyes have it” গল্পের অনুকরণে তৈরি হয়েছে এই গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি ‘ইয়ার জিগরি’ বলে একটি ছবিতে কাজ করছেন বিক্রান্ত। এছাড়াও সূত্রে জানা গিয়েছে, ‘জিরো সে রিস্টার্ট’ বলে একটি তথ্যচিত্রে দেখা যেতে পারে তাকে।
আরও পড়ুন – নজরে অভিষেকের অভিনয়,কেমন হলো ‘I want to talk’?
এর আগেও বহু ছবি, ওয়েব সিরিজে কাজ করেছেন বিক্রান্ত। যেমন হাসিনা দিলরুবা, দ্য সবরমতি রিপোর্ট,ছাপাক, মির্জাপুর ইত্যাদি। খুব কম সময়েই দর্শকের মনে জায়গা করেছেন । তবে কানাঘুষো শোনা যাচ্ছে, বেশি সময়ের জন্য বিরতি নিয়ে আবার বড় পর্দায় ফিরবেন তিনি।
আরও পড়ুন – মাস অবতারে ‘দেব’,প্রকাশ্যে ‘খাদান’ ছবির প্রি-ট্রেলার