সিমলা প্রসাদ আইপিএস অফিসার হওয়ার স্বপ্নের, পাশাপাশি বড় পর্দায় অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করতেন। বর্তমানে এই দুই ভিন্নধর্মী পেশাই তিনি সফলভাবে গ্রহণ করেছেন। মাত্র ২২ বছর বয়সে কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথম চেষ্টায় ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন সিমলা। পাশাপাশি, হিন্দি সিনেমায় অভিনয় করেও দর্শকদের মুগ্ধ করেছেন।
১৯৮০ সালের অক্টোবর মাসে মধ্যপ্রদেশের ভোপালে জন্ম সিমলার। তাঁর বাবা ভগীরথ প্রসাদ, প্রখ্যাত আইএএস অফিসার। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভিন্ডের সাংসদ ছিলেন। সিমলার মা মেহরুন্নিসা পারভেজ, একজন বিখ্যাত সাহিত্যিক, যিনি ২০০৫ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন।
বাবার পদাঙ্ক অনুসরণ করে সিমলা আইএএস হওয়ার স্বপ্ন দেখলেও ছোটবেলা থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। ভোপালের একটি কলেজ থেকে বি কম করার পর তিনি সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের পড়াশোনা শেষে রাজ্য সরকারের পরীক্ষায় পাশ করে ডেপুটি পুলিশ সুপার পদে নিযুক্ত হন। এরপর ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে ২০১০ সালে প্রথম চেষ্টায় সারা ভারতে ৫১তম স্থান অর্জন করেন এবং আইপিএস অফিসার হন।
আইপিএস হওয়ার পর সিমলার অভিনয়ের স্বপ্নও পূরণ হয়। ২০১৬ সালে পরিচালক জ়াইঘাম ইমামের ‘আলিফ’ ছবিতে আইপিএস অফিসারের চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং তাঁর অভিনয় প্রশংসিত হয়। জ়াইঘামের পর ‘নাক্কাশ’ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি। শীঘ্রই তাঁকে ‘দ্য নর্মদা স্টোরি’তে রঘুবীর যাদব এবং মুকেশ তিওয়ারির সঙ্গে দেখা যাবে।