Sanjay dutt villan:বাঘি ফ্র্যাঞ্ছাইজের কথা কার না জানা? ইতিমধ্যেই জানা গিয়েছে যে বাঘি ৩ এর পর আসছে বাঘি ৪। মুখ্য চরিত্রে আছেন টাইগার শ্রফ। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এ.হারশা। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা। এছাড়াও অন্য এক চমক রয়েছে এই ছবিতে।
সম্প্রতি মুক্তি পেলো ছবির দ্বিতীয় পোস্টার। সেখানে দেখা গেলো অভিনেতা সঞ্জয় দত্তকে। হ্যাঁ, এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন অভিনেতা। সম্প্রতি মুক্তি প্রাপ্ত এই পোস্টারে লেখা আছে ‘প্রত্যেক প্রেমীই হলো এক খলনায়ক।‘ অর্থাৎ,অগ্নিপথ,কেজিএফ ছবির পর আবারও খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। তাকে এক নতুন রূপে দেখার জন্য সিনেপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। তবে ছবির চরিত্রদের মধ্যে এখনও পর্যন্ত শুধু টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্তর নামই এসছে প্রকাশ্যে। এছাড়া আর কোন অভিনেতা- অভিনেত্রী থাকছেন, সেই সমন্ধে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন – ‘Kaalratri’ Series Review:কেমন হলো হইচইয়ের নতুন সিরিজ কালরাত্রি?
সূত্রে খবর, আগামী বছরেই মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি দর্শক মহলে শুরু হয়েছে উচ্ছাস। তার ওপর এই ছবিতে আবার থাকছেন সঞ্জয় দত্তের মতো অভিনেতা। পাশাপাশি বাঘি ফ্র্যাঞ্ছাইজের আগের পার্টগুলিও দর্শকমহলে পেয়েছিল বিশাল জনপ্রিয়তা। তবে এই পার্ট যে আগের পার্টগুলির তুলনায় বেশ অনেকটাই আলাদা হবে তা আগেই জানিয়েছেন নির্মাতারা। এখন এটাই দেখার যে দর্শক মহলে এই ছবি কতোটা জনপ্রিয়তা লাভ করতে পারে।
“Every Aashiq is a Villain” 🔥#SajidNadiadwala’s #Baaghi4
— Sanjay Dutt (@duttsanjay) December 9, 2024
Directed by @NimmaAHarsha
Starring @iTIGERSHROFF @rajatsaroraa @NGEMovies @WardaNadiadwala @TSeries @PenMovies pic.twitter.com/oSyCH54hlx