Vamini: বড়পর্দায় এবার এক ভিন্ন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। পরিচালক স্বর্ণায়ু মৈত্রর পরিচালনায় আসছে নতুন ছবি ভামিনী। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির একটি পোস্টার এবং ঝলক।
প্রিয়াঙ্কার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায় এবং মারাঠি অভিনেতা উমাকান্তকে। মূলত দক্ষিণ দিনাজপুরের গমিরা নাচ এই ছবির মূল আকর্ষণ। পাশাপাশি ছবিতে থাকছে জাল ঔষধ চক্রের নানা দিক।
আরও পড়ুন – Bhog Announcement :মুক্তি পেলো নতুন সিরিজ ‘ভোগ’ এর প্রথম ঝলক
আগামী ২৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ভামিনী। বড়পর্দায় এই ছবি কতোটা সাফল্য আনতে পারে তাই এখন দেখার।