আজকাল বহু ইউটিউবারই অভিনয় করেন। সে বড় পর্দায় হোক বা ছোট পর্দায়। ‘দি বং গাই’ খ্যাত কিরণ দত্তকে পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’য় দেখা গেছিল। সম্প্রতি রনবীর ব্রারকে ‘বাকিংহাম মার্ডার্স’-এ দেখা গেছে। ‘বাঁকুড়া মেমস’ খ্যাত উন্মেষ গাঙ্গুলী কে উরিবাবার ইউটিউব ওয়েব-সিরিজ ‘উলাট পুরাণ’ এ অভিনয় করেছেন আগেই। বছর খানেক আগে ইউটিউবে এসেছিল ব্রো-বোন প্রোডাকশনের ছোটো ছবি ‘নাগরিক’, তাতেও অভিনয় করেছিলেন উন্মেষ।
এক ট্যাক্সিচালক (শিবু) ও তার ট্যাক্সি কে ঘিরে নাগরিক ছবির কাহিনী। ১৭ অক্টোবর ২০২৩ এ ইউটিউবে, ‘ব্রো-বোন প্রোডাকশন’-এর চ্যানেলে মুক্তি পায় ‘নাগরিক’। এখন অবধি প্রায় ৯ লক্ষ্য লোক দেখেছেন এই ছোটো ছবিটি। ৬য় সেপ্টেম্বর ২০২৪ শে এসেছে তার দ্বিতীয় ভাগ। প্রথমবারের মতো, এবারেও নির্দেশনার দায়িত্ব সামলেছেন রজত রায় ও অরুণাভ মুখার্জি।
দ্বিতীয় ভাগের চমক : শিবুর সাথে বহুবছর পরে দেখা হয় শিবুর এককালীন প্রেমিকা সোনালীর। সোনালীর চরিত্রে অভিনয় করেছেন শিঞ্জিনী চক্রবর্তী। যে প্রেমিকা, এককালে পারিবারিক চাপে, অন্য এক পুরুষ কে বিয়ে করতে বাধ্য হয়েছিল, সে আজ কিসের টানে ফিরে এসেছে? এতকাল বাদে অতীত কতটা ছুতে পারবে এই যুগল কে? এই সবকিছুর উত্তর জানতে হলে ছবিটি সময় করে দেখতে হবে। নতুন ছবিতে, শিবুর লিপে দুটো রবীন্দ্রসংগীত রেখেছেন পরিচালক।