জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইয়ের ওয়ার্ল্ড ক্লাসিক্স বিভাগে আসছে নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। অর্পণ ঘড়াইয়ের পরিচালনায় মুক্তি পাবে এই সিরিজ। চিত্রনাট্য লিখেছেন দূর্বার শর্মা। সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
ভালবাসা,বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার গল্প বলবে ‘তালমার রোমিও জুলিয়েট’। কিংবদন্তী লেখক উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্য্যাত গল্প রোমিও অ্যান্ড জুলিয়েটের অবলম্বনেই তৈরি হয়েছে এই সিরিজের চিত্রনাট্য। সূত্রের খবর, একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অনির্বাণকে।অন্য আরেকটি চরিত্রে থাকছেন পায়েল দে। বাকি চরিত্রদের সমন্ধে এখনও বিশদে জানা যায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে, রোমিও এবং জুলিয়েটের চরিত্রে থাকবেন নতুন দুই অভিনেতা-অভিনেত্রী।
এই সিরিজ কবে মুক্তি পাবে,সেই নিয়ে খবর পাওয়া যায়নি নির্মাতাদের তরফ থেকে। তবে এই সিরিজ দেখতে যে দর্শকমহল মুখিয়ে থাকবেন, তা নিঃসন্দেহে বলা যায়। এর আগে বড়পর্দায় অথৈ ছবিতে সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ। তারও আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও যে তিনি দক্ষ, তা সুস্পষ্ট। সৃজনশীল পরিচালক হিসেবে তার নতুন কাজ কতোটা জনপ্রিয়তা পায়, সেটাই দেখার।