Bhusworgo Bhoyonkor poster: ফিরছেন ফেলুদা,প্রকাশ্যে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের পোস্টারওটিটিতে আবার ফিরছে ফেলুদা। সঙ্গে থাকছেন তোপসে, লালমোহন বাবুও। আসছে হইচইয়ের নতুন সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। সিরিজটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। দার্জিলিং জমজমাটের পর আবার সত্যজিৎ রায়ের এই কালজয়ী চরিত্রকে ওটিটির পর্দায় আনতে চলেছেন সৃজিত। সম্প্রতি মুক্তি পেলো সিরিজের পোস্টার।
আরও একবার ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এর আগে ছিন্নমস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডু, দার্জিলিং জমজমাট সিরিজে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে তাকে। তোপসের চরিত্রে আছেন কল্পন মিত্র। জটায়ুর চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। পাশপাশি সিরিজে অভিনয় করেছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী। এছাড়া সিরিজে আর কে থাকছেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন – ‘Kaalratri’ Series Review:কেমন হলো হইচইয়ের নতুন সিরিজ কালরাত্রি?
আগামী ২০ শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিরিজ। ফেলুদার মত কালজয়ী চরিত্র সমস্ত বাঙালীর দর্শকের কাছে প্রিয়। অন্যদিকে ফেলুদার চরিত্রে টোটাও দর্শকমহলে ভীষণ জনপ্রিয়। এই নতুন সিরিজ যে বেশ ভালো সাফল্য আনবে, সে কথা জোর দিয়েই বলা যায়।
নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার,
— Hoichoi (@hoichoitv) December 5, 2024
ফেলুদার গোয়েন্দাগিরি ফিরছে আবার!#FeludarGoyendagiri: Bhuswargo Bhoyonkawr – Official Poster | Series directed by @srijitspeaketh premieres 20th December, only on #hoichoi.@tota_rc #AnirbanChakrabarti #KalpanMitra @SVFsocial… pic.twitter.com/oREfwAfYqC