Chaalchitro new song:এই বয়সেও তিনি যেন ফিট! পাল্লা দিতে পারেন নামজাদা ডান্সিং স্টার দের সঙ্গে। হ্যাঁ, বলা হচ্ছে অভিনেতা টোটা রায়চৌধুরীর কথা। অবশ্য তার নিদর্শন আগেও পাওয়া গেছে ‘ রকি অর রানী কি প্রেম কি কাহিনী’ ছবিতে। কিছুদিন বাদেই মুক্তি পাবে প্রতিম ডি গুপ্তের নতুন ছবি ‘চালচিত্র’, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। তারই নতুন গান ‘ জানি না মানে’। সেই গানেই পা মেলালেন টোটা।
টোটার পাশাপাশি এই গানে দেখা গেলো শান্তনু মহেশ্বরী এবং লহমা ভট্টাচার্য। এই গানটি গেয়েছেন কিংবদন্তি গায়িকা উষা উত্থুপ। টোটা,শান্তনু ছাড়াও জিয়াউল ফারুখ অপূর্ব, স্বস্তিকা দত্ত, রাইমা সেন সহ আরও অন্যান্যরা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। টিজার মুক্তি পাওয়ার পরই তা নজর কেড়েছে দর্শকদের।
আরও পড়ুন – Fahadh faasil in Imtiaz ali’s next:ইমতিয়াজের পরিচালনায় এবার ফাহাদ ফাসিল
আগামী ২০ শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। টিজারের পর গানও কিন্তু কেড়েছে দর্শকের নজর। আশা করা যেতে পারে, এই ছবিও বক্স অফিসে বেশ ভালো সাফল্য আনতেই পারে।