সুপারস্টার দেবের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘টেক্কা’ দর্শকমহলে বেশ প্রশংসা পেয়েছে। বিশেষ করে দেবের অভিনয় সবারই নজর কেড়েছে। এরপরেই ডিসেম্বরে তার অ্যাকশন প্যাকড ছবি ‘খাদান’ আসার কথা। এরই মধ্যে টলিপাড়ায় গুঞ্জন শোনা গেল যে এবার বলিউডেও দেখা যাবে নাকি তাকে। ঠিক কি শোনা গেল তার নামে? জানুন বিস্তারিত।
সূত্রে খবর, একটি হিন্দি বিজ্ঞাপনে দেখা যাবে সুপারস্টারকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের টিমের সঙ্গে সেই ছবি দিয়েছেন দেব। একটি কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনের জন্য মুম্বাইতে গেছেন তিনি। হিন্দি বিজ্ঞাপনের জন্য তিনি কাজ করলেও তার কাছে যে হিন্দি ছবির অফার আসেনি এমনটাও কিন্তু নয়, তবে প্রতিবারই তিনিই নাকচ করেছেন।
খাদান মুক্তির পাশাপাশি ‘প্রতীক্ষা’ বলে একটি ছবিতে আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন দেব। নভেম্বরের শেষের দিকে শুরু হতে পারে এই ছবির শুটিং। শুধু এখানেই শেষ নয়, এরই মধ্যে ‘ রঘু ডাকাত’ রূপে বড় পর্দায় ধরা দেবেন তিনি। তবে রঘু ডাকাতের শুটিং নিয়ে এখনও কিছু বিশদে জানাননি নির্মাতারা।