Khadaan: বাংলা ছবিতে মাস অ্যাকশান কমার্শিয়াল যুগ যে ফিরে এলো, এ কথা নিঃসন্দেহে বলা যায়। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সুজিত রিনো দত্ত পরিচালিত নতুন ছবি খাদান’। হলে রীতিমত সাড়া পড়ে গেছে এই ছবি নিয়ে। কেমন হলো এই ছবি? জানুন বিস্তারিত।
দুই বন্ধু শ্যাম এবং মোহন কে ঘিরে এই গল্পের শুরু। এই গল্প মূলত কয়লা খনির রাজত্বকে কেন্দ্র করে। পাশাপাশি বলে বন্ধুত্বের থেকে বিশ্বাসঘাতকতার গল্প। মুখ্য ভূমিকায় রয়েছেন দেব, যীশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পল সহ আরও অনেকে। প্রথমেই বলতে সবার অভিনয়ের কথা। বিশেষ করে যীশু সেনগুপ্ত। তিনি এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। পাশাপাশি, দেব অনেকদিন বাদে মাস অ্যাকশানে ফিরলেন। তিনিও পাল্লা দিয়ে বেশ ভালো অভিনয় করেছেন। এছাড়াও বরখা বিস্ত, ইধিকা পলও অভিনয়ে যথাযথ। অন্যান্য চরিত্রে জন ভট্টাচার্য,পার্থসারথি, সুজন নীল মুখোপাধ্যায়রাও ভালো অভিনয় করেছেন নিজেদের চরিত্রে।
আরও পড়ুন- Shotyi bole Shotyi kichhu nei Poster:প্রকাশ্যে পোস্টার, আসছে নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’
বলতে হবে ছবির অ্যাকশান এবং চিত্রনাট্যের ব্যাপারেও। ছবির অ্যাকশন এককথায় দুর্দান্ত। বিশেষ করে একটি সিনের কথা না বললেই নয়। যেখানে বন্দুক,মারপিটের সঙ্গে দেখানো হয়েছে তীর ধনুকের অ্যাকশন। এছাড়াও বেশ কিছু দৃশ্যের কথা না বলে পারা যায় না। পাশাপাশি এই ছবির চিত্রনাট্য বেশ চিত্তাকর্ষক। আর চরিত্রগুলিকে যেমন ভাবে ফুটিয়ে তুলেছেন তারও প্রশংসা না করে পারা যায় না।
আরও পড়ুন- 5 no swopnomoy lane Review: কেমন হলো নতুন ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’?
বলতে হবে এই ছবির গানের কথা। তার জন্য অবশ্য প্রশংসা প্রাপ্য রথিজিত, নীলায়ন এবং স্যাভির কথা বলতেই হবে। ইতিমধ্যেই ছবির গান সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।
নেতিবাচক দিকের কথায় এলে, ছবিটা কিছুটা হলেও স্বল্প দৈর্ঘ্যের। পাশাপাশি ছবিতে আরও বেশি অ্যাকশান দৃশ্য থাকলে আরও ভালো হত। আরও কিছু ছোটখাট খটকা বাদ দিলে সিনেপ্রেমীদের এই ছবি খুবই ভালো লাগবে।
রেটিং- ৮.৫/১০