Omorshongi:বড়পর্দায় দেখা যাবে এবার এক আলাদা প্রেমের গল্প। আসছে নতুন ছবি ‘অমর সঙ্গী’। ছবিটি পরিচালনা করেছেন দিব্য চট্টোপাধ্যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনব ঘোষ।
বিক্রম-সোহিনী ছাড়াও ছবিতে রয়েছেন দিবস্য দাস, সন্দীপ ভট্টাচার্য, শ্রীমা ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। মূলত ভালবাসার গল্প বলবে এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। ইতিমধ্যেই তা দর্শকমহলে ভীষণভাবে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন- New movie The Girlfriend:আসছে ‘দ্য গার্লফ্রেন্ড’,মুখ্য ভূমিকায় রশ্মিকা
নতুন বছরে সরস্বতী পুজোয় মুক্তি পাচ্ছে এই নতুন বাংলা ছবি ‘অমর সঙ্গী’। এই প্রথমবার জুটি হিসেবে বড়পর্দায় আসছেন বিক্রম,সোহিনী। তাঁদেরকে বড়পর্দায় দেখতে যে হলমুখী হবেন সিনেপ্রেমীরা, একথা হলফ করেই বলা যায়।