Bhusworgo Bhyonkor: ডিসেম্বরের শীতে ওটিটির পর্দায় ফিরছেন ফেলুদা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্করের ট্রেলার। আগের বারের মতো এবারও ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে।
টোটার পাশাপাশি এই সিরিজে তোপসের চরিত্রে দেখা যাবে কল্পন মিত্রকে। অন্যদিকে লালমোহন গাঙ্গুলির চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। সিরিজের কাস্টেও রয়েছে চমক। সিরিজে অন্যান্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত,ঋদ্ধি সেন, দেবেশ চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী,অনিরুদ্ধ গুপ্ত। এছাড়াও সিরিজে রয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন- WEEKLY HOROSCOPE: সাপ্তাহিক রাশিফল
এই নিয়ে চতুর্থবার ফেলুদার গল্প ওটিটির পর্দায় আনলেন সৃজিত। এর আগে ছিন্নমস্তার অভিশাপ, দার্জিলিং জমজমাট, যত কাণ্ড কাঠমান্ডু সিরিজগুলি পরিচালনা করেছেন সৃজিত। তবে এইবার তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি আর ফেলুদার কোন গল্প নিয়ে সিরিজ বানাবেন না। যা শোনার পর মুষড়ে পড়েছেন বহু সিনেপ্রেমী।
আরও পড়ুন- ‘Kaalratri’ Series Review:কেমন হলো হইচইয়ের নতুন সিরিজ কালরাত্রি?
আগামী ২০ শে ডিসেম্বর জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইতে মুক্তি পাচ্ছে ফেলুদা সিরিজের গল্প ‘ ভূস্বর্গ ভয়ঙ্কর’। এর আগে প্রত্যেকটি সিরিজই দর্শকমহলে পেয়েছে জনপ্রিয়তা। আশা করা যায় এই সিরিজও সমান জনপ্রিয়তা পাবে।