পাণ্ডে মোশন পিকচারসে’র প্রযোজনায় আসছে পরিচালক রন রাজের নতুন ছবি ‘সে তো আজও বোঝে না’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকারকে। পাশপাশি ছবিতে থাকছেন দেবাশীষ মণ্ডল। অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। অনেকদিন পর আবারও বাংলা ছবিতে গায়ক হিসেবে থাকছেন জীৎ গাঙ্গুলী।

জীৎ গাঙ্গুলী।
মেখলা এবং মৈনাকের গল্প বলবে এই ছবি। তাদের জীবনের নানা ওঠা পড়ার গল্প উঠে আসবে বড় পর্দায়। মেখলা এবং মৈনাকের চরিত্রে দেখা যাবে সোহম এবং প্রিয়াঙ্কাকে। অন্যদিকে জাহির এবং বৃষ্টি নামক দুটি চরিত্রে দেখা যাবে দেবাশিস এবং বিবৃতিকে। তবে তাদের চরিত্র নিয়ে এখনও সেভাবে কিছু জানা যায়নি।
সূত্রে খবর, এই ছবির শুটিং প্রায় শেষের দিকে। আপাতত কলকাতাতেই হয়েছে এই ছবির শুটিং। আগামী বছরে মুক্তি পেতে এই ছবি। দর্শকমহলে এই ছবি কতোটা জনপ্রিয়তা লাভ করে, সেটাই দেখার।