Shotyi bole Shotyi kichhu nei : “যাই সত্যি,তাই ভ্রম”। বছর শেষে তেমনটাই ইঙ্গিত দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নতুন বছরে আসছে তার নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। তারই পোস্টার মুক্তি পেলো আজ।
এই ছবির কাস্ট এক কথায় অসাধারণ। থাকছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। মুখ্য চরিত্রে আছেন অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র। এছাড়াও থাকছেন অনির্বাণ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক কর, সুহোত্র মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সামিউল আলম , কৌশিক সেন সহ আরও অন্যান্যরা। ‘12 angry men’ ছবিটি থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক বাসু চট্টোপাধ্যায় বানিয়েছিলেন ‘এক রুকা হুয়া ফয়সালা’। সেই ছবি থেকেই অনুপ্রাণিত হয়েই সৃজিত বানিয়েছেন ‘ সত্যি বলে সত্যি কিছু নেই। সিনেপ্রেমীরা ইতিমধ্যেই এই ছবি নিয়ে ভীষণ উত্তেজিত।
আরও পড়ুন- 5 no swopnomoy lane Review: কেমন হলো নতুন ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’?
নতুন বছরে ২৩ শে জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। শোনা যাচ্ছে,মূলত নানারককম সামাজিক দিকের কথা উঠে আসবে এই ছবিতে। বড়পর্দায় এই ছবি কতোটা বক্সঅফিস সাফল্য আনতে পারে, এখন সেটাই দেখার।

ছবির পোস্টার।