‘দ্য লেজেন্ডস অফ হনুমান সিজনে’র ৪ এর পর এবার আসতে চলেছে সিজন ৫। পরিচালনায় রয়েছেন শারদ দেভারাজন, জীবন যে কাং, চারুভি শর্মা। সিরিজটির প্রযোজনা করেছে গ্রাফিক ইন্ডিয়া।
এর আগে প্রত্যেকটি সিরিজই নজর কেড়েছে দর্শকমহলে। ভগবান হনুমানের নানা কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই সিরিজের প্রেক্ষাপট।
আগামী ২৫ শে অক্টোবর থেকে স্ট্রিমিং হবে এই সিরিজ। বাকি সিজনগুলির মতো এই সিজনও সমান জনপ্রিয়তা পায় কিনা,সেটাই দেখার।